ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ– শাহজালালাল ট্রেনিং একাডেমির ফেঞ্চুগঞ্জ শাখার মাইজগাঁও মশাহিদ আলী মাদরাসা কেন্দ্রের ভূমি জরিপ, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার বেসিক, ইলেকট্রনিক কোর্সের বিদায় সংবর্ধনা, সনদ বিতরণ ও দোয়া মাহফিল শনিবার সকালে মশাহিদ আলী মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মশাহিদ আলী দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মিফতারের সভাপতিত্বে ও এহসানুল করিম রাহী এবং সাইফুল ইসলাম এবং শাহিন আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ, মশাহিদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ছালিম আহমদ, শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ জুয়েল রানা, শাহজালাল ট্রেনিং একাডেমির প্রধান শিক্ষক ও সুপারভাইজার মাসুম আহমদ, সমাজসেবক জানু মিয়া, ফখরুল ইসলাম পাপলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে সংবর্ধনা প্রদান করেন ট্রেনিং একাডেমির পরিচালকবৃন্দ। তিনমাসব্যপী ট্রেনিং কোর্সে চারটি বিভাগে মোট ৯০ জনকে সনদ বিতরণ করা হয়।