সিলেট(ফেঞ্চুগঞ্জ) প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষাবান্ধব সংগঠন ‘উত্তর কুশিয়ারা সহযোগিতা গ্রুপ (ইউকেএসজি)’ এর হারুন আহমেদ চৌধুরী মেধাবীমুখ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ফেঞ্চুগঞ্জ চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়। ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এসময় স্কুলের প্রধান শিক্ষককের নেতৃত্বে পরীক্ষার হলরুমগুলো পরিদর্শন করেন উত্তর কুশিয়ারা সহযোগিতা গ্রুপের উপদেষ্টা শামছুল ইসলাম শামায়েল, উপদেষ্টা মিনাজ উদ্দিন, হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ রওশন আরাসহ চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি প্রমুখ। পরিদর্শন শেষে সবাই উত্তর কুশিয়ারা সহযোগিতা গ্রুপের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। ফাউন্ডার মেম্বার নজরুল ইসলাম মাহবুব জানান, আগামী মাসের সমাপনী পরীক্ষা সমাপ্ত হওয়ার সাথে সাথে ইউকেএসজি মেধাবীমুখ বৃত্তি পরিক্ষার বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে এবং ডিসেম্বর মাসে দ্রুততার সাথে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হবে।