ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এর আওয়তাধীন ৩ নং ওয়ার্ড রাজনপুর এর ছাত্রলীগের কমিটি অনুমোদন পেয়েছে। সৈয়দ মাহি কে সভাপতি ও শাহিন আহমদ কে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান খান রুবেল ও সাধারণ সম্পাদক রুপক আহমদ এ কমিটি অনুমোদন দেন।
একবছর মেয়াদী কমিটির মধ্যে রয়েছেন
সহ সভাপতিঃ-রহমান রুহান,শেখ সিজান,সাকিব হায়দার,নাঈম আহমদ।
যগ্ন সাধারণ সম্পাদকঃ- তৌহিদুল ইসলাম অলিদ,শেখ রাহিন আহমদ,নাহিদ আহমদ,রাফি আহমদ সাংগঠনিক সম্পাদকঃ- কাইয়ুম আহমদ,রাসেল আহমদ, সৈয়দ রকি,প্রচার সম্পাদকঃ- শেখ ওহিন। দপ্তর সম্পাদকঃ- খলিল আহমদ। অর্থ সম্পাদকঃ- আবু সালমান মাহিন।
ক্রিড়া বিষয়ক সম্পাদকঃ- নাঈম হাসান।
পাঠাগার সম্পাদকঃ- আবিদ আহমদ ফাহিম।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ- সৈয়দ আল আমিনশিক্ষা বিষয়ক সম্পাদকঃ- রাকিব আহমদ।
ধর্ম বিষয়ক সম্পাদকঃ-শেখ রিমেল আহমদ।
ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদকঃ- শেখ মিজান আহমদ। কার্যকরী সম্পাদকঃ- রায়হান আহমদ, আলম আহমদ,সেলিম মিয়া,মানিক মিয়া, নাঈম আহমদ।