নয়াদিল্লী।। দ্বিতীয় দিনের মতো ভারতের রাজধানী দিল্লিতে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দিল্লি ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। এদিন দুপুর ১.২৬ নাগাদ ৫ কিমি ব্যাপ্তিতে ওই কম্পন হয় বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়।
এর আগে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উত্তর দিল্লির ওয়াজিরাবাদে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৩.৫। আতঙ্কে অনেকেই নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসেন। দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদে কম্পন অনুভূত হয়।