বিনোদন ডেস্ক।। বনানী থানার দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন নামঞ্জুর করে আবারও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তার বিরুদ্ধে ওই মামলায় আরো পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ড ও জামিন শুনানি শেষে এই আদেশ দেন। একইসাথে পরীমণির পক্ষ থেকে করা জামিন আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২২ নম্বর আদালতে দুই আবেদন শুনানি হয়। পরে আদালতের বিচারক এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম