আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রায় অর্ধ শতাব্দী দেখা নেই। অবশেষে মুখোমুখি বাবা ও ছেলে। চোখের জল বাঁধ মানল না কারও। তবে এই মিলনের পেছনে বড় ভূমিকা সোশ্যাল মিডিয়ার। খবর ফক্স নিউজের।
১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা বিল প্যাট্রিক সিনিয়র থেকে তার স্ত্রী যখন তিন সন্তানকে নিয়ে আলাদা হয়ে যায় তখন বিল প্যাট্রিক জুনিয়র ছোট্ট বালক। প্যাট্রিক জুনিয়র থাকতেন মায়ের সাথেই। দীর্ঘ এই ৪৮ বছরে বাবা এবং ছেলের মধ্যে কোনো কথা কিংবা দেখা সাক্ষাৎ হয়নি। কেউ জানতোও না কে কোথায় থাকেন।
বিল প্যাট্রিক সিনিয়র এতো বছর ধরে সন্তানদের খোঁজার চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু কিছুতেই হদিস মেলেনি। অবশেষে প্যাট্রিক সিনিয়রের এক বোন ফেসবুকে ভাইপো জুনিয়রকে খুঁজে পান। সেই সূত্র ধরে বাবা- ছেলের মধ্যে যোগাযোগ শুরু হয়।
পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গ বিমানবন্দরে দেখা হওয়ার আগে উভয়েই ভেবেছিলেন আবেগ চেপে রাখবেন। কিন্তু তার আর হলো না। দেখা হওয়া মাত্র ক্যামেরা সামনেই কেঁদে ফেলেন বাবা ও ছেলে। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বাবা ও ছেলের সাক্ষাৎ হওয়ার মুহুর্তের ভিডিও।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম