ঝালকাঠি সংবাদদাতা।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ত্রাণ না পাওয়ার খবর পেয়ে পুলিশ সুপার নিজেই তাঁত পল্লীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝালকাঠির তাঁত পল্লীতে এখনও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার খবর পেয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
রবিবার (২৬শে এপ্রিল) দুপুরে সদর উপজেলার কৃত্তিপাশা মোড় এলাকার তাঁত পল্লীর পরিবারগুলোর সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
পুলিশ সুপারের কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন তাঁত পল্লীর পরিবারের সদস্যরা।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, শনিবার রাতে ফেইসবুকের মাধ্যমে ঝালকাঠির বিখ্যাত তাঁতের গামছা তৈরির কারিগরদের সমস্যার কথা আমার নজরে আসে। তাৎক্ষণিক আমি সংশ্লিষ্ট থানা পুলিশে মাধ্যমে ওই পরিবারগুলোর খোঁজ নেই। আজ জেলা পুলিশের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম