লেলিন মন্ডল বিশেষ প্রতিনিধি।। নভেল করোনাভাইরাসে টানা চতুর্থদিনের মতো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করলো ফ্রান্স। বুধবার (০১ এপ্রিল) দেশটিতে মারা গেছেন আরও ৫০৯ জন, যা এখন পর্যন্ত সেখানকার সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন।
ফরাসি স্বাস্থ্য সংস্থার পরিচালক জেরোম সলোমন জানিয়েছেন, ফ্রান্সে এপর্যন্ত প্রায় ৫৬ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ২৪ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে ৬ হাজার ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) দেশটিতে মারা গিয়েছিলেন ৪৯৯ জন। এদিন মৃত্যুসংখ্যায় চীনকেও ছাড়িয়ে যায় তাঁরা। তবে ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম