প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ
ফ্রান্স তুমি ইসলামের ইতিহাস পড়োনি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
ইসলামী ডেস্ক।। ঐ সত্তার কসম খেয়ে বলছি- তোমরা যারা আমার প্রিয় নবীজি (সাঃ)কে অসম্মান করছো, আমরা মুসলমান রাষ্ট্রগুলো আজ নীরব থাকলেও আল্লাহ নীরব থাকবেন না মহান আল্লাহ তায়ালা তার হাবীবের অসম্মান বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। নিজের পায়ে নিজে কুড়াল মারলে ধ্বংস অনিবার্য।
তারিখ টা লিখে রাখলাম-২৩/১০/২০২০ খ্রিস্টাব্দ। পতন তোমাদের অনিবার্য। যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। (সূরা আহযাব : ৫৭)
আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি যুলুম কারী ছিলেন না; কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে।
[সূরা আল আনকাবূত আয়াত: ৪০]
মহান আল্লাহ তায়ালা বিশ্বের মানবজাতিকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
লেখকঃ- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম