আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অমর একুশে বইমেলায় শব্দশৈলী প্রকাশনী থেকে বের হয়েছে প্রখ্যাত নারী লেখক, মেধাবী কথা সাহিত্যিক কবি ও ঔপন্যাসিক শর্মি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ’প্রেমে পূর্ণতায়। বই প্রেমিকদের কাছে জনপ্রিয়তায় শীর্ষে। যারাই বই মেলায় পরিদর্শনে যাচ্ছেন উৎসুক বই প্রেমী ও শব্দলেখনী প্রেমিকরা ভীড় জমাচ্ছে শর্মি ভৌমিকের বইটি হাতের নাগালে পাওয়ার জন্য। ঝকঝক সাদা কাগজে লিখা বইটির শুভেচ্ছা মূল ১৫০ টাকা। মেলার ২৫৬-২৬৯ নং স্টলে বইটি পাওয়া যাবে লক্ষ প্রেমিকের বই মেলায়।
কাব্যগ্রন্থ ‘প্রেমে পূর্ণতায়’ কবি ও ঔপন্যাসিক শর্মি ভৌমিকের অনবদ্য সৃষ্টি। তার কবিতা মানেই অন্যরকম এক স্বাদের ছোঁয়া। তাঁর লেখার পরতে পরতে প্রেম ও মানবতা গাঁথা। সাধারণ মানুষের অধিকারের জন্য কবির যে আপ্রাণ লড়াই, তা দেখা যায় তাঁর নিপুণ লেখায়। প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠা কবি প্রকৃতিকে ভালোবাসেন হৃদয় উজাড় করে। প্রেম ও প্রকৃতি কবির লেখার উল্লেখযোগ্য উপজীব্য। প্রেমহীন জীবন কবিকে ভারাক্রান্ত করেছে সময়ের নির্মম ফলার আঘাতে। কখনওবা প্রেমের পবিত্র অনুভূতি তাকে পূর্ণতায় ভরিয়ে দিয়েছে চতুর্দিক থেকে। প্রেম, ভালোবাসা ও মানবতা ব্যতীত জীবন ভাবতে পারেন না কবি। তিনি চান প্রেমে পূর্ণ হোক প্রতিটি মনুষ্য হৃদয়।
এর আগে নারী এই ঔপন্যাসিক শর্মি ভৌমিকের দুইটি গ্রন্থ প্রকাশিত হয়। প্রথম উপন্যাস ‘সেইতো ফিরে এলে’ বেরিয়েছে ২০১৮ সালে। দ্বিতীয় উপন্যাস ‘পরকীয়া’ বের হয়েছে ২০১৯ সালের বইমেলায়। পরবর্তী বের হবে নান্দনিক সারাজাগানো হৃদয়ের মন্দির থেকে বের হওয়া অচেনা গল্পটুকু। সেই প্রত্যাশায় আমাদের আন্তর্জাতিক অন লাইন নিউট পোর্টাল একেনিউজবিডি২৪.কমের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ও বাংলাদেশের সারাজাগানো পত্রিকা দৈনিক আমার কাগজ ও দি গুড মর্নিং পত্রিকার সহ-সম্পাদক, জাতীয় ও রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠের প্রধান সম্পাদক ও জাতীয় পাক্ষিক জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক, সমুদ্র সন্তান, মেধার জগতের অনন্য প্রতিভা মো: আকতার হোছাইন কুতুবী।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম