বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ এর বৈদ্যুতিক খুটির গোড়া থেকে মাটি সরিয়ে রেখে মরণ ফাঁদে পরিনত করেছে। এভাবে মহাসড়কের পার্শ্বে খুঁটিগুলোর গোড়ায় মাটি না দিয়ে দাঁড়িয়ে রাখায় জীবনের ঝুকি নিয়ে বসবাস করছে এলাকাসী ও মহাসড়কে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও পথচারী। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, কাঁঠালতোলা চাউলকল মালিক সমিতির অফিস সংলগ্ন সহ বেশ কয়েকটি বিদ্যুৎ খুটিগুলো দাঁড়িয়ে রেখে দিয়েছেন কিন্তু খুটির গোড়ায় মাটি না দিয়ে গর্তকরে রেখেছে। খূটির গোড়ায় মাটি না থাকায় যে কোন সময় খুটিগুলো দোকান, বাড়ী, গাড়ী বা পথচারীদের উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ যেন এক মৃত্যুর ফাঁদে পরিনত করেছে। এছাড়াও খন্দকারপাড়া এলাকায় শেরপুর হাটবাজার এলাকায় বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। যে খুটি থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যে কোন সময় ঘটতে পাড়ে বড় ধুরনের দুর্ঘটনা।
এলাকাবাসী জানান, দিনের পর দিন খুটি হেলে পরছে এবং এভাবে গর্ত করে রাখায় আমরা জীবনের ঝুকি নিয়ে বসবাস ও পথচারী চলাফেরা করছে, হাইওয়ে রোড এই ব্যস্ত সড়কে দৈনিক হাজার হাজার মানুষ সহ যানবাহনেন যাতায়াত করছে। দীর্ঘদিন যাবৎ আমরা এলাকাবাসীসহ রাস্তার পথচারী মৃত্যুর ঝুকিতে চলছি। এই খুঁটির বিষয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার মৌখিক অভিযোগ করার পরও কোন প্রতিকার হয়নি। নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ এর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা আর উধাসিনতায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে নেসকোঃ শেরপুর এর নির্বাহী প্রকৌশলী ফরিদ হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অফিসে যেতে বলেন পরবর্তীতিতে অফিসে গেলে তিনি অসৌজন্যমূলক আচারণ করে বলেন, কেউ নাশকতা করার জন্য পরিকল্পিতভাবে খুটির গোড়া গর্ত করেছে। তিনি আরও বলেন এ দায়িত্ব আমাদের না একটি কোম্পানি ক্রয় করে পরিচালনা করছে তাদের দায়িত্ব।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম