প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ
বগুড়ায় আবু ত্ব-হা আদনান নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন

রাহেনূর ইসলাম,বগুড়া প্রতিনিধি।। বুধবার বিকেলে শহরের সাতমাথা ইসলামী চিন্তাবিদ ও আলোচক আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীদের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে সচেতন তরুন সমাজ বগুড়া জেলা।
এসময় বক্তারা নিখোঁজ বক্তাসহ সঙ্গের খুজে বের করতে প্রসাশনের সহযোগীতা কামনা করেন। বক্তারা বলেন, আমার বিশ্বাস করি প্রসাশন ইচ্ছা করেই তাকে খুজে বের করতে পারবে। উল্লেখ্য যে, বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হন রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম