মুন্সী মেহেদী হাসান।।বকেয়া বেতন পরিশোধ না করে শ্রমিক ছাটায়ের প্রতিবাদে মানববন্ধন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহা-পরিদর্শকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে,বগুড়া বিসিক শিল্প নগরীর, বগুড়া মটরস প্রাঃ লিঃ ও পাওয়ার ফিল্টার কোং লিঃ এর শ্রমিকরা।
০৮ ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বগুড়া সদরের সাতমাথা এলাকায়, বগুড়া মটরস প্রাঃ লিঃ ও পাওয়ার ফিল্টার কোং লিঃ শ্রমিক ইউনিয়নের উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।বগুড়া মটরস প্রাঃ লিঃ ও পাওয়ার ফিল্টার কোং লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহবুব ইসলাম রতনের সভাপতিত্বে এ কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ তৃনমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ শামিম খাঁন , বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন শহিদ , মোঃ সামছুদ্দিন , আঃ রউফ , মোঃ আজিজ প্রমূখ ।
কর্মসূচিতে বক্তারা বলেন , অত্র কারখানায় গত ঈদুল ফিতরের অর্ধেক বোনাস প্রদান করলেও , আজ অবদি বাকি অর্ধেক বোনাস শ্রমিকদের প্রদান করা হয়নি । বাৎসরিক ছুটির টাকা প্রতি জুন মাসের মধ্যে প্রদানের কথা থাকলেও তা কখনই প্রদান করা হয়নি। এমতাবস্থায় হঠাৎ করেই গত ১৪/০৬/২০ ইং তারিখে মালিকপক্ষ কারখানা বন্ধের নোটিশ প্রদান করে ,কিন্তু কতদিন পর খোলা হবে তা জানানো হয়নি। পরবর্তীতে ২৯/০৬/২০ইং তারিখে হঠাৎ করেই কারখানা খোলা হয়।
এসময় কাজে যোগদান করতে গেলে ৯৭ জন শ্রমিককে কারখানা থেকে ছাটাই করা হয়েছে বলে জানায় ,অত্র কালখানার জেনারেল ম্যানেজার নূর ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিহাব । যা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৯৫,১৯৬ ক মোতাবেক অসৎ শ্রম আচরণের শামীল । শ্রমিক ছাটায়ের বিষয়টি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহা- পরিদর্শকের কার্যালয় এবং আঞ্চলিক শ্রম দপ্তরে শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগের মাধ্যেমে অবগত করা হয়।
এরপর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে বারবার শ্রমিকদের মীমাংসার কথা বলে ডাকা হলেও মালিকপক্ষের সাড়া না থাকায় কোন প্রকার সুরাহা না দিয়েই , শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় মালিকপক্ষ আমাদের কথা শোনে না , আমরা কিছুই করতে পারবো না , তোমরা অন্যভাবে চেষ্টা করো। একদিকে বেতন ভাতা আর চাকুরী হারিয়ে মানবেতর জীবন পার করছে ছাটাইকৃত শ্রমিকরা ,অন্যদিকে মালিকপক্ষের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে অসহায় এসব শ্রমিকরা ।
অসহায় শ্রমিকদের জীবনের নিরাপত্তা প্রদান,আর তাদের ন্যায্য পাওনাদি প্রদানে সরকারের কাছে আকুল আবেদন জানান উপস্থিত শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ ।এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম