ঢাকা।। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে বিচারিক আদালত। এ তথ্য জানিয়েছেন ঢাকার পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
এর আগে আব্দুল মাজেদকে কারাগার থেকে আদালতে তোলা হয়। সর্বোচ্চ আদালতে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ায় এবং দীর্ঘদিন পলাতক থাকায় আসামির আপিলের সুযোগ নেই।
এর আগে, সোমবার রাতে মিরপুর থেকে মাজেদকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ২৩ বছর পর ভারতে পালিয়ে থেকে মার্চে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার তাকে মূখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হলে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত।