আল আমিন বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, মহসিন আহমদ ইয়াছিন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে এমনকি বঙ্গবন্ধুর নামও বিকৃতি করে স্কুলের বিল ভাউচার তৈরী করে, তাছাড়া অন্যান্য অনিয়মের কারণে, স্কুলের সভাপতি তোফায়েল হোসেন লিটন, তাকে বহিষ্কার করেন, কিন্তু ঐ বহিষ্কারের জীদ মেটাতে, গভর্নিং বডির সভাপতি তোফায়েল হোসেন লিটন সহ দুইজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে,
বর্তমানে মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছ, যে প্রধান শিক্ষক মহসিন আহমদ ইয়াছিন, সে একজন দুর্নীতিবাজ বটে তাকে বহিষ্কার করেন সভাপতি, আর এজন্যই তার রাগ মেটানোর জন্য তাদের উপর একটি মিথ্যা মামলা করেছে, অন্যদিকে অভিভাবকরা বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষকরা যেন নাটক প্রদর্শন করেন, যেমন স্কুলে ছেলে মেয়েদের পাঠাই পড়ার জন্য, কিন্তু শিক্ষকরা দ্বার করিয়ে দেয় মানববন্ধনে, আমরা তার ধিক্কার জানাই, প্রধান শিক্ষক বহিষ্কারের বিষয়ে অভিভাবকরা বলেন,
একজন দুর্নীতিবাজ শিক্ষক বহিষ্কার হয়েছেন, এজন্য আমরা অনেক খুশি, কারণ দুর্নীতিবাজ শিক্ষক থাকলে, আমাদের ছেলে মেয়েরা কখনও ভালো শিক্ষা পাবেনা, সভাপতি সহ দুইজনের বিরুদ্ধে মামলার বিষয়ে অভিভাবক ও স্থানীয়রা জানান, যে আমরা শুনেছি, প্রধান শিক্ষক মহসিন আহমদ ইয়াছিনের, মিথ্যা মামলার শিকার হয়েছেন সভাপতি সহ দুইজন, আমরা তার তীব্র নিন্দা জানাই, তারা আরও বলেন,
প্রধান শিক্ষক একদিকে করেন দুর্নীতি, আবার দেখছি এখন মিথ্যা মামলাবাজ হয়ে গেছে, এরকম শিক্ষকের পদত্যাগ চাই আমরা। মামলার বিষয়ে সভাপতি তোফায়েল হোসেন লিটন বলেন, আমাদের কমিটির সকলের উপস্থিতিতে, প্রধান শিক্ষকের বহিষ্কারের বিষয়টি সিদ্ধান্ত হয়েছে, তাই উনাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তিনি ব্যক্তিগত রাগ মেটানোর জন্য, আমরা দুজনের উপর মিথ্যা মামলা করেছে।