কেশবপুর প্রতিনিধি হারুন-অর রশিদ বুলবুল।। কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ই জুন) বিকালে কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৭-৬ গোলে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহাসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম