এজি লাভলু,কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম আরিফুল ইসলাম (১৭)। সে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং ফুলবাড়ী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নিহত ওই যুবক ছোটবেলা থেকেই উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে তার নানা আজগর আলীর বাড়ীতে থেকে লেখাপড়া করত।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে আরিফুল বাড়ীর পাশের জমিতে থাকা শ্যালো মেশিন ঢাকতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। সেখান থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম