নিউজ ডেস্ক:
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনে আহত শ্রীলঙ্কান নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত ওই ব্যক্তির নাম ইন্ডিকা মারসিংহ (৪৬)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ওই ব্যক্তি এফআর টাওয়ারের দশ তলায় অফিস করছিলেন।
শ্রীলঙ্কার ওই নাগরিক স্ক্যান অয়েল লজিস্টিক প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম)।
আগুন লাগার পর তিনি নিচে নামার সময় আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ১২টা ৫৫ মিনিটে ভবনটিতে আগুন লাগে। এখন পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। দুটি হেলিকপ্টারের মাধ্যমেও উদ্ধার কাজ শুরু হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম