বন্ধি আমি" জুয়েল রানা"✍আমি আজও বন্ধি আছি তোমার মনের অধ কারাই,
ভাবলে তব তোমার কথা,তোমার মনে আমি হারাই।
অনুরাগে রাখলে হবে আমায় তোমার মনের মাঝে,
থাকবো সেথা সারা জীবন,সকাল সন্ধা সাজে।
তোমার মনে-মন বেঁধে আজ স্বপ্ন দেখি রোজ,
নিরত তুমি তার মাঝে মোর একটু রেখো খোঁজ।
হৃদ মাঝারে ঘর বাধিবো করবো সেথা বাস,
দূরে গেলে এই মন যেন কয় এ কি সর্বনাশ!
বাঁচিবো আমি তোমার জন্য মরিবো না হয় আজি,
তোমাকে পাবার সংগ্রামেও রাখিবো জীবন বাজি।
বেঁধেছো তোমার ভালোবাসাতে বন্ধি করেছো মন,
তোমারই কথা ভেবে ভেবে আজ কেটেছে সারাক্ষণ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম