নিজস্ব প্রতিবেদক।। বরিশালসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বরিশালের কৃতি সন্তান সহ-সম্পাদক বাংলাদেশ আওয়া’মী লীগ, কেন্দ্রীয় উপ কমিটির সাবেক ছাত্র নেতা মো: নুর-উদ্দিন নোমান।
মো: নুর-উদ্দিন নোমান,বলেন, পবিত্র আযহা ত্যাগের দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করে থাকেন। মহামারি করোনাভাইরাসের কারনে এবারও হজ্জের সিদ্ধান্ত শিথিল হয়েছে। তবে মুসলিমরা সবকিছু ছাপিয়ে ঈদ পালন করবেন যথাযথ মর্যাদায়
তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
মো: নুর-উদ্দিন নোমান, আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আযহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর আযহা এ প্রত্যাশা করি।
এ ছাড়া তিনি আরোও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। কাজেই ভিড় এড়িয়ে চলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ঘরে ফিরে পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৮-দফা নির্দেশনা জারি করেছে। আমরা যদি সকলে করোনাভাইরাস মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু