আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মতিয়ার রহমান সেরনিয়াবাতের বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ধারালো অস্ত্র এবং ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮।
গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাবের বিশেষ দল।আটককৃতরা হল- ওই গ্রামের মো. মতিয়ার রহমান সেরনিয়াবাদের ছেলে মো. হাসিবুল ইসলাম শান্ত (২১) ও একই উপজেলার মোহনকাঠী গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইসলাম (১৯)। এদের মধ্যে শান্তর শয়ন কক্ষ থেকে ৩টি চাইনিজ কুড়াল, ২টি রাম দা, ২টি চাপাতি ও ৩টি ছুরি এবং ফাইজুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে র্যাব-৮।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম