ববি সংবাদদাতা।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় দুই বাস শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল থেকে ২১ রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস চালকরা। অন্যদিকে, দুই শ্রমিককে গ্রেপ্তার লোক দেখানো উল্লেখ করে সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটায়, নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৭) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার ফিরোজ (২৪) নামের দুই পরিবহণ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।
এই খবর শিক্ষার্থীদের কাছে পৌছানোর পরও শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীর। ওই দুইজন হামলার ঘটনার সঙ্গে আদৌ জড়িত কি-না এ নিয়ে সন্দেহ করছেন তারা। একই সাথে বিষয়টিকে লোক দেখানো দাবি করে তাদের দেয়া তালিকা অনুসারে গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে রূপাতলী বাসস্ট্যান্ডে বিআরটিসি বাসের এক শ্রমিক মারধর ও লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে রূপাতলী বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির মুখে রফিক নামের অভিযুক্ত বাস শ্রমিককে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। পরে ওই রাতে ছাত্রদের মেসে হামলা চালানো হয়। শ্রমিকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে যাঁকে যেখানে পান, সেখানে হামলা চালান। প্রায় এক ঘণ্টা ধরে এ হামলার ঘটনা অব্যাহত থাকে। রাত দুইটার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হামলার ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম