বশেফমুবিপ্রবি প্রতিনিধি।। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই সময়সূচি।
উক্ত ভর্তি পরীক্ষাটি “সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর”, ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ২৯/১১/১৯ তারিখ (শুক্রবার) ৩ টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১টা থেকে ১২টা, ৩য় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ম শিফটে ‘এ’ ইউনিট, ২য় শিফটে ‘বি’ ইউনিট, ৩য় শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরে জানানো হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে (www.bsfmstu.ac.bd)।
উল্লেখ্য, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) চারটি অনুষদের অধীনে তিনটি ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এবার ১৫০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৭ হাজার ৪৬৮টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদের অধীন গণিত বিভাগ, প্রকৌশল অনুষদের অধীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের অধীন ম্যানেজমেন্ট বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকর্ম বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসনে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।