অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে কুষ্টিয়া পৌর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড। নাজুক ড্রেনেজ ব্যবস্থা এবং চলাচলের জন্য রাস্তাসহ তিন যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

পৌরসভা থেকে মাত্র ১ হাজার ফিটের মধ্যে অবস্থিত কুষ্টিয়া পৌরসভার পশ্চিম মজমপুর ১৮ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের বায়তুল জান্নাত জামে মসজিদ সড়ক ও হাজীর গলিতে বসবাস করেন প্রায় ১০ হাজার মানুষ।২০১৫ সালের ৩০ ডিসেম্বর এলাকাটি ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় অন্তর্ভুক্ত হয়। তবে এখনও নির্মাণ হয়নি সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা। বর্ষায় এবারও দুর্ভোগ পোহাতে হবে এলাবাসীকে।

দিনের বেলায় এ সড়ক দিয়ে কয়েক’শ ইজিবাইক, মটরসাইকেল এবং রিক্সা চলাচল করে। কিন্তু সড়কের এমন বেহাল দশায় তাদেরও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

তবে এই এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে বলে জানালেন এই ওয়ার্ড কাউন্সিলর।

এদিকে, রাস্তা ও ড্রেনের জন্য এ সব এলাকায় ৯ কোটি ১৭ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে জানালেন পৌরসভার এই প্যানেল মেয়র।