রিপন হোসেন সাজু,মণিরামপুর(যশোর)।। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন সংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখে। বস্তুনিষ্ট সাংবাদিকতা দেশ ও জনগণের কল্যাণে বিশেষ অবদান রাখে।
সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সফলকাম হয়েছে। দেশ পরিচালনায় সাংবাদিকদের সঠিক লেখনি অনেকটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এদেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা অবিস্মরনীয় হয়ে আছে। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও বিভিন্ন ক্রান্তি লগ্নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনায় সাংবাদিকতাকে বহুলাংশে মূল্যায়ন করা হয়ে থাকে।
শুধু দেশ, জাতি নয়, বিশ্ব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা দেশ বিদেশে স্বীকৃত। সাধারণ জনগণ তাই সাংবাদিকতার ন্যায় মহান পেশাকে অত্যান্ত শ্রদ্ধার সাথে দেখেন এবং এই পেশার প্রতি প্রগাঢ় আস্থা ও বিশ্বাস জনগনের রয়েছে। তাই সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়। মণিরামপুর প্রেসকাবের গৃহীত উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বাক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।
মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসকাবের হলরুমে প্রেসকাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের যে অভূতপূর্ন উন্নয়ন সাধিত হচ্ছে সেগুলো জনগনের সামনে সঠিকভাবে তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।
যারা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা করে তাদেরকে দেশ,সমাজ তথা জনগন অবশ্য বয়কট করবে। মানুষ এখন সচেতন তাই মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে জনগনের কাছে তা গ্রহণযোগ্য করা যাবে না। তিনি সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবশেন করে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করার জন্য আহবান জানান।
মণিরামপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন ও সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিীকের পরিচালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যের বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, গাজী মাজহারুল ইসলাম, যুবলীগনেতা আব্দুল কুদ্দুস, পলাশ ঘোষ, প্রতি মন্ত্রীর এপিএস কবির খান, ব্যক্তিগত কর্মকর্তা গাজী আসাদ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন মণিরামপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন,এসএম মজনুর রহমান, দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান পান্না,
সহসভাপতি জিএম ফারুক আলম, প্রভাষক নূরুল হক, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির, অধ্যাপক হোসাইন নজরুল হক, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, অর্থ সম্পাদাক ডাঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কবি অশোক বিশ্বাস, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক হারুনঅর রশিদ, নির্বাহী সদস্য গীতা রানী কুন্ডু, সদস্য ডাঃ এস.রহমান, ইলয়াস হোসেন, উজ্জ্বল রায়, জিএম টিপু সুলতান, মোন্তাজ হোসেন, আলিমুন হোসেন, আলমগীর হোসেন প্রমূখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম