আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ১৩তম সাউথ এশিয়ান গেমসে (এসএ) বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতেছেন হুমায়রা আক্তার অন্তরা। এবারের আসরে ব্যাক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক জিতেছেন অন্তরা।
এছাড়া ছেলেদের ব্যক্তিগত কাতায় মো. হাসান খান বাংলাদেশের দ্বিতীয় পদক অর্জন করেন। তিনিও ব্রোঞ্জ পদক পান।
পাঁচজন প্রতিযোগীর সাথে লড়াই করে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেন অন্তরা। প্রথম আন্তর্জাতিক পদক পেয়ে উচ্ছসিত তিনি। জানান ‘আমি এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। যদিও আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। আমার আত্মবিশ্বাস ছিল। কিন্তু আফসোস সোনা পেলাম না।’
গতকাল (রোববার) পর্দা উঠেছে ১৩তম এসএ গেমসের। দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ৩২৫০ জন অ্যাথলেট ২৭টি ডিসিপ্লিনে ১১১৩টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণপদক থাকবে ৩২৪টি। ২৬টি ইভেন্টে বাংলাদেশের প্রায় ৬২১ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে এবারে আসরে।