আবু সাইদ বিশেষ প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা কমিটির উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭অক্টোবর) বিকাল ৩টার সময় আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আশুলিয়া থানার আমীর অধ্যক্ষ বশির আহমেদ সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন বলেন বাংলাদেশে বর্তমান যে পরিবেশ তৈরি হয়েছে তা ইসলাম প্রচার ও প্রসারে কাজে লাগাতে হবে। দাওয়াতি কাজ করে ইসলামের পক্ষে জনমত তৈরি করতে হবে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে জনমত তৈরি করে একটি ইসলামি সমাজ গঠন করতে হবে। এজন্য সংগঠনের সকল স্তরের জনশক্তি-কে কাজ করতে হবে।
এসময় তিনিও আরও বলেন,স্বৈরাচার হাসিনা সরকার-কে আহবান জানান,সাহস থাকলে দেশে আসেন,সাভারের ইয়ামিন এবং আশুলিয়া থানার সামনে ৬ জন জীবন্ত মানুষ-কে পুড়িয়ে হত্যার ঘটনায় আপনাকে ফাঁসি দেওয়া হবে। সারাদেশে আলেম সমাজকে বিনা অপরাধে বিভিন্ন মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছেন,কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি-কে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছেন,শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করেছেন,এর বিচার আপনার বানানো ট্রাইবুনালে ন্যায় বিচারের মাধ্যমে বিচার করা হবে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ,জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন,রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার,আইন ও মানবাধিকার সেক্রেটারি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম,জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান,ঢাকা জেলা ছাত্র-শিবিরের সাবেক সভাপতি মাওলানা ফয়জুল হকসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম