আমাদেরবাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের মধ্যবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে স্বাগিকদের ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করে বাংলাদেশ যুব দল। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৬ রান করে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ ও পাভেজ। ১৪.২ ওভারেই তারা তুলে নেয় ১০০ রান। তবে দলীয় ১২০ রানের মাথায় ভাঙে তাদের জুটি। ৫৯ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে তানজিদ বিদায় নিলে ভাঙে এই জুটি। তানজিদের বিদায়ের অর্ধশতক মিসের আক্ষেপ নিয়ে ফেরেন পারভেজ। ৪৮ রান করে আউট হন এই ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। হৃদয় ৮, আকবর ১৪ ও শামিম ৮ রান করেই আউট হয়ে যান।
কিন্তু শেষ দিকে আবার ব্যাটিং ঝড় তুলেন শাহাদাত ও অভিষেক দাস। শাহাদাতের ৪৮ ও আভিষেকের ৪৮ রানের দুটি কার্যকরী ইনিংসে ৩০০ রান পাড় করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৬ রান করে বাংলাদেশ যুবারা। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় তারা। শরিফুলের প্রথম বলেই আউট হন হোয়াইট।
এরপর আরও দুটি উইকেট দ্রুতই তুলে নেন শরিফুল। তবে চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি বেধে বিপর্যয় সামাল দেয়ার চেস্টা করেন লেলম্রান ও ম্যাকেঞ্জি। লেলম্যান ৫৬ রান করে আউট হলে ভাঙে এই প্রতিরোধ। এরপর ম্যাকেঞ্জির ৪৭ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানই বলার মত রান করতে পারেনি। শেষ পর্যন্ত ২৪৩ রানে অল আউট হয় নিউজিল্যান্ড।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম