ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সবাইকে নিয়ে উন্নতির শিখরে পৌঁছাতে চায় বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার ও কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি মঙ্গলবার সংসদ ভবনে তার সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য, নারী ক্ষমতায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিরীন শারমিন বলেন, ইরান বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় আচারের মিল রয়েছে, যা দুই দেশের জনগণের মাঝে দৃঢ় বন্ধুতের সেতুবন্ধ তৈরি করেছে। ব্যবসা বাণিজ্য ও সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যেমে এ সম্পর্ক আরও গতিশীল হতে পারে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত বাংলাদেশের পররাষ্ট্র নীতি “সকলের সাথে বন্ধুত্ব-কারও সাথে শত্রুতা নয়” নীতিতে বিশ্বাসী।
স্পিকার বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্পিকার ইরানের স্পিকার আলী লারিজানিকে এ সময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং আইপিইউতে বাংলাদেশের প্রতিনিধিকে সমর্থনদানের জন্য ধন্যবাদ জানান।
কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি বলেন, বর্তমানে বাংলাদেশ-কাতারের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। কাতার-বাংলাদেশ হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। কাতার চ্যারেটির মাধ্যমে সুদীর্ঘ সময় থেকে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে।
এ সময়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বৃহত্তম ভিসা সেন্টার স্থাপনসহ অনেক কার্মকাণ্ড গ্রহণ করেছে এবং আগামী দিনেও রোহিঙ্গাসহ এসব বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কাতারে অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারের স্পিকারের আমন্ত্রণপত্র তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম