মহসিন কবির বাগআঁচড়া ।। শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ও মাস্টার মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কান্তি পাল,শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌস, ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম,বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু