আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটে ঢাকা ফেরত কাপড় ব্যবসায়ী ও এক নারীকে পরীক্ষা পর কোভিড-১৯ রোগী বলে শনাক্ত করা হয়েছে।
বাগেরহাট জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা প্রদীপ বকসি বলেন, সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের নারী (৩৫) চার দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে করোনা ভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে। শনিবার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর রাতে ওই বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন।
তার সংস্পর্শে আসা স্বামীসহ পরিবারের পাঁচজনের করোনাভাইরাস পরীক্ষা হবে বলে জানান মেডিকেল কর্মকর্তা প্রদীপ বকসি।
অন্যদিকে, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার সরদার মোস্তফা শাহিন জানান, উপজেলার রায়েন্দা বাজারের ষাটোর্ধ্ব এক কাপড় ব্যবসায়ী ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়ে ১৩ মে ফিরে আসেন। তিনি নিজেই স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করলে তার পরীক্ষা হয়। তার পজিটিভ এসেছে।
শনিবার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর রাতে শরণখোলা বাজারের সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করা হয় বলে তিনি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম