আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুল ইসলাম আজ রোববার সকালে সদর উপজেলার সিএণ্ডবি বাজারে চুলকাঠি, পোলেরহাট সিএণ্ডবি বাজার ও বারাকপুরের চারটি কিন্ডারগার্টেন স্কুলের ২৪ জন শিক্ষক কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জেলা আওয়ামীলীগ নেতা ও প্রথম আলো’র সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার এসময় তার সাথে ছিলেন।

পৃথক অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান রোববার দুপুরে শহরের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের ১০০ শিক্ষক কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সীলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ পরিস্থিতিতে এ সহায়তা অব্যহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।