আহসান টিটু, বাগেরহাট প্রতিনিধি : আজ ২৩ অক্টোবর ২০১৯ তারিখ জেলা প্রশাসন,বাগেরহাটের আয়োজনে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এসি লাহা মিলনায়তনে “শামসুর রাহমান সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব মোঃ মামুনুর রশীদ । শৃঙ্খল মুক্তির কবি- শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে কবি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট। দীর্ঘ ছয় দশক কবি এ সব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন। ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
তার কবিতায় বাঙালি জাতির স্বাধীনতা প্রাপ্তির চেতনার দীপ্ত উচ্চারিত হলেও কবিতা ও সাংবাদিকতায় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরোধিতায় ছিলেন সোচ্চার। লিখেছেন প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা বিষয়ে অসংখ্য চিরায়ত কবিতা। যা আজো সব বয়সের মানুষকে উজ্জীবিত করে। সর্বোপরি কবিতা রচনায় স্বাধীনতার কণ্ঠকে ধারণ করেন। এ কারণেই তার সৃষ্টিশীলতার বিশালতাকে বাংলা কবিতায় স্বাধীনতার কবি বলা হয়। শামসুর রাহমান বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের অন্যতম। শামসুর রাহমানের প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ’ প্রকাশ পায় ১৯৬০ সালে। এর পর ‘ষাট দশকে প্রকাশিত বইগুলো হচ্ছে- রুদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে বসতি, নিজ বাসভূমে, ‘বন্দি শিবির থেকে’ ও মাতাল ঋতিকসহ মৃত্যুর আগ পর্যন্ত কবির ৬০টি কবিতার বই প্রকাশ পায়। ষাট দশকের মধ্যভাগে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকায় (দেশ স্বাধীনের পর দৈনিক বাংলা) যোগ দেন। দেশ স্বাধীনের পর এই পত্রিকা দৈনিক বাংলা নামে প্রকাশ পায়।
তিনি এই পত্রিকায় প্রায় চার দশক কর্মরত ছিলেন। দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন। এ ছাড়াও কবি কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।
সাহিত্যে অবদানের জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। কবিকে স্মরণ করে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, কলাকুশলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুল ইসলাম।