অভয়নগর(যশোর )সংবাদদাতা।।সড়ক দুর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
এক শোক বিবৃতিতে জানান, নিহত নাজমুল ইসলাম কাজল ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, প্রতিভাবান সংগঠক ও তারুণ্যের অহংকার। সমাজের কাছে নাজমুল ইসলাম কাজল ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তি।তার অকাল মৃত্যুতে বাঘারপাড়া ও অভয়নগরবাসী একজন পথ প্রদর্শক ও অভিভাবককে হারিয়েছে আর তরুণ সমাজ হারিয়েছে তাদের আস্থার বাতিঘর। নাজমুল ইসলাম কাজল আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল।
তিনি মরহুমের পরিবারসহ নেতাকর্মীদের এই শোক শক্তিতে রূপান্তরিত করার আহবান জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম