অদ্য ১৮/১১/২০২৫ ইং রোজ মঙ্গলবার, জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার পাঠ সমাপনী অনুষ্ঠানের সময় কয়েকজন বহিরাগত বালক বিদ্যালয়ের এক শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের “জয় বাংলা” জিতবে এবার নৌকা গানের শ্লোগান দিতে উৎসাহিত করে। শিক্ষার্থীদের ক্লাস পার্টি কার্যক্রম বিঘ্নিত হওয়ার মুহূর্তেই কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বহিরাগত বালকদের বিদ্যালয় চত্বর থেকে বের করে দেন।
বিদ্যালয় একটি নিরপেক্ষ ও শিক্ষা-উন্নয়নমূলক পরিবেশ বজায় রাখার দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরণের রাজনৈতিক, উসকানিমূলক বা শিক্ষা পরিবেশ ব্যাহতকারী কর্মকাণ্ডের আমরা ঘোর প্রতিবাদ জানাই।
এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
প্রধান শিক্ষক জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়
১৮/১১/২০২৫