আমাদেরবাংলাদেশ ডেস্কঃ বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরব। বিভিন্ন পদক্ষেপের জন্য প্রায়ই বিশ্বব্যাপি আলোচনায় আসেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার তার একটি পোর্টেট জড়িয়ে ধরে ভাইরাল হয়েছেন মুনিরা আবদুল্লাহ নামের এক তরুণী।
৩০ বছর বয়সী এ তরুণীকে নিয়ে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে হইচই পড়ে গেছে। তোলপাড় গোটা সৌদি আরবে। দেশটির অন্য তরুণীদের অভিনন্দনে ভাসছেন মুনিরা।
গত দুইদিন ধরে তিনি সৌদির ইন্টারনেট সেনসেশন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়- রিয়াদের একটি সিনেমা হলে মুনিরা দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি ছবি জড়িয়ে আছেন। কারণ সৌদির এই রাজকুমার নারীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখছেন।
মুনিরা জানান, ক্রাউন প্রিন্সের ছবিটা দেখে আমি আবেগ ধরে রাখতে পারিনি। তার ছবিটা হলের পাশের বল রুমে ঝুঁলানো দেখে কোনো পরিকল্পনা ছাড়াই জড়িয়ে ধরি। শ্রদ্ধা জানাই। জীবনে প্রথমবারের মতো হলে গিয়ে সিনেমা দেখলাম। আমি খুবই খুশি ও আনন্দিত।
তিনি বলেন, আমি এতটাই আনন্দিত ছিলাম যে শো শেষ হওয়া মাত্র যুবরাজের ছবিটার নিচে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। ওই সময় আমার বোন আমার এ আবেগটাকে ফ্রেমে বন্দি করে।
মুনিরার আবেগাপ্লুত এ ছবি টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি দেশটির শীর্ষস্থানীয় একাধিক জাতীয় পত্রিকায় ঢালাওভাবে প্রকাশ হয়েছে। ৩ আগস্ট মুনিরার এ ছবিসহ ফ্রন্ট পেজে সংবাদ প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরব নিউজ।
সম্প্রতি রাজকীয় ফরমানের মাধ্যমে সৌদি সরকার নারীদের চলাচল ও ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে সৌদির নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারছে, হলে গিয়ে সিনেমা দেখতে পারছে, ড্রাইভিং করতে পারছে গাড়ি।
এমনকি শ্রমবাজার, ভ্রমণ, সামাজিক মর্যাদা, সুশীলতার দিক দিয়ে পুরুষের উপর নির্ভরতা কমিয়েছে তারা। এর নেপথ্যের কারিগর সৌদি যুবারাজ মোহাম্মদ বিন সালমান।
নারীদের চলাফেরার উপর সৌদি সরকার আইন শিথিল করায় দেশটির নারী ক্ষমতায়ন ও স্বাধীনতায় খুশি দেশটির নারীরা। তারা এখন স্বাধীনভাবে পুরুষদের ছাড়াই চলাচল করতে পারছে। এ কারণে মুনিরার মতো দোটা দেশের নারী ও তরুণীরা সৌদি যুবরাজের আধুনিক চিন্তাধারার প্রশংসা করছেন।
সূত্র: আরর নিউজ
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম