আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭) নামে এক কিশোরীকে ৬ দিন পর বেনাপোল বাজার থেকে সোমবার সকালে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
এ সময় সোলাইমান(২০) নামে এক যুবকে আটক করা হয়। উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে। আটক সোলাইমান বেনাপোল পৌর সভার দূর্গাপুর গ্রামের আবু হাসেম এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অবিভাবক রা লামা থানা অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়।দীর্ঘ ৬ দিন পর আজ বেনাপোল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
এ সময় তার সাথে থাকা সোলাইমান নামে এক যুবকে আটক করা হয়েছে। লামা থানায় সংবাদ দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে।তাদের কাছে হস্তান্তর করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম