ঢাকা।। বান্দরবানের রুমায় টহলরত সেনাসদস্যদের উপর সন্ত্রাসী হামলায় ৩ জন সন্ত্রাসী ও এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আইএসপির।এর আগে বুধবার দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ফিরোজ নামে আরও একজন সেনাসদস্য। নিহত সেনাসদস্যের নাম সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান।
নিহত অন্য ৩ ব্যক্তিকে জনসংহতি সমিতির সদস্য দাবি করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ‘‘জেএসএস সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথি পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য আসবে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল বথি পাড়ার উদ্দেশ্যে গমন করে। রাত সাড়ে ১০ টার দিকে সেখানে পৌঁছালে নিকটস্থ একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত গুলিবর্ষণ করে। জবাবে সেনা টহল দল পাল্টা হামলা চালালে তিনজন সশস্ত্র জেএসএস সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং সেনা সদস্য ফিরোজ পায়ে গুলিবিদ্ধ হন।’’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর তল্লাশি চালিয়ে থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, সেনাবাহিনীর আদলে তৈরি ৩ সেট পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলা-বারুদ উদ্ধার করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম