আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিয়ে এড়াতে বিয়ের দিনে ছোট একটি ব্লুটুথ হোডফোন চুরি করে আটক হয়েছে চিনের জিনহুয়া থানায়। মূলত বান্ধবীর সাথে বিয়ে এড়াতেই এ কাজটি করেন চেনের নামক এক যুবক।
সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পুলিশ অফিসাররা যুবকের এমন চুরির ঘটনা দেখে প্রথমে কিছুটা অবাক হয়েছিলেন। এত কম দামের জিনিস চুরি করা কেন।চেনের উত্তর শুনে প্রথমে অবাক, পরে হাসাহাসি শুরু করেন পুলিশকর্মীরা। অভিযুক্ত যুবক বলেন, তিনি চাননি তাঁর চুরির ফলে দোকান মালিক বড় কোনও ক্ষতির মুখে পড়ুক। তাই তিনি কম দামের জিনিস চুরি করেছিলেন। তাহলে চুরি করতে গেলেন কেন? ওই যুবক বলেন, বান্ধবীকে তিনি বিয়ে করতে চান না, কিন্তু বান্ধবী চান বিয়ে করতে। তাই বিয়ে এড়াতে তিনি চুরির পথ বেছে নিয়েছেন।
যুবকের আশা ছিল, চুরির পর পুলিশ তাঁকে খুঁজে বের করবে। সেই রকম হলও। তবেসেটা যে এত দ্রুত হবে তিনি আশা করেননি। তাঁর পরিকল্পনা ছিল, চুরির অভিযোগে তিনি জেলে যাবেন। গোটা ঘটনা জানাজানি হয়ে গেলে বান্ধবী আর তাঁকে বিয়ে করতে চাইবেন না। তিনিও বেঁচে যাবেন। এই উত্তর শুনে থানায় একরকম হাসির রোল ওঠে। কিন্তু যেহেতু চুরি তিনি করেছেন, তাই আদালতে তোলার পর এখন তাঁকে পুলিশ হেফাজতেই রাখা হয়েছে।
তবে শেষ পর্যন্ত তাঁর বান্ধবী বিয়ে ভেঙে দিয়েছেন কিনা তা জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম