আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৭ সেপ্টেম্বরর পর্যন্ত করা হয়েছে।
পাশাপাশি কলেজে ভর্তিতে শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রসহ অন্যান্য কাগজপত্র জমা দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
মঙ্গলবার কমিটির সভাপতি প্রফেসর মু জিয়াউল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রসহ কোনো ধরনের প্রামাণ্যপত্র জমা/গ্রহণের প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা/গ্রহণ প্রদান করতে বলা হয়েছে। তাছাড়া কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিলসাপেক্ষে ভর্তি হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম