তবে তার আক্রান্ত হওয়ার কোন কারণই খুঁজে পাচ্ছেন না স্থানীয় প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে জানা যায় যে তিনি করোনা আক্রান্ত।
এর আগে, গত সোমবার পার্শবর্তী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও শ্বাসকষ্টের চিকিৎসা নেওয়ার সময় চিকিৎসকেরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর রিপোর্ট আসার পর জানা যায় সে করোনা পজেটিভ।
এ ঘটনার পর ওই বৃদ্ধের বাড়িটি লকডাউন করার পাশাপাশি স্ত্রীসহ তাকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন জানান, জ্বর ও এ্যাজমার সমস্যা নিয়ে ওই বৃদ্ধ পার্শবর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসা নেওয়ার পর সেখানে শরীরের নমুনা দিয়ে বাড়িতে ফিরে আসেন এবং আগের ন্যায় স্বাভাবিকভাবেই চলাফেরা করেন। তাদের আশংকা ওই বৃদ্ধের মাধ্যমে ভাইরাসটি অনেক মানুষের মাঝে ছড়িয়েছে। তবে বর্তমানে সে সুস্থ রয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা জানান, করোনা আক্রান্ত ওই বৃদ্ধ বাড়ি থেকে মসজিদে যাতায়াত ছাড়া অন্য কোথাও খুব একটা যেতেন না। শরীরে করোনা ভাইরাস ধরা পরার পর মঙ্গলবার রাতেই ওই বৃদ্ধের পুরো বাড়ি লকডাউন করা হয়েছে।