সুলতান হোসেন।। বাড়ীর সবার ঘুম ঘুম ভাব,এমন সময় এসব পরিবারের বাড়ীতে হঠাৎ হাজির আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। তাদের কথা শুনে বাড়ীর লোকজন বের হলেন। তালিকা অনুযায়ী তাদের হাতে তুলে দেয়া হয় সরকারী সহায়তা। সরকারী সহায়তা পেয়ে এসব অসহায় পরিবারের মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক।
দুর্যোগকালীন করোনা পরিস্থিতিতে সারাদেশের মতো কর্মহীন হয়ে পড়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। সবচেয়ে বেশী বিপাকে আদিতমারী উপজেলার রিকশাচালক, হোটেল শ্রমিক, ভিক্ষুক ও নরসুন্দর সম্প্রদায়ের মানুষজন।
এসব মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে বাড়ী বাড়ী সরকারী ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
শুক্রবার (৩ মার্চ) গভীর রাতে সরকারিভাবে এসব সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এদিন আদিতমারী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের বসবাসরত ওই সম্প্রদায়ের ৪০টি পরিবারের মধ্যে বাড়ীতে বাড়ীতে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি করে চাল ও ২ কেজি ডাল।
এসময় আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সাধারণ সম্পাদক সুলতান হোসেন, ভাদাই ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য আব্দুল কাদের মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।