নিজস্ব প্রতিবেদক: আজ জিতলে টিকে থাকবে সম্ভাবনা রয়েছে টাইগারখ্যাত দল বাংলাদেশ ক্রিকেট দলের,অন্যদিকে যদি আজকে ম্যাচে হেরে যায় তাহলে শেষ হয়ে যেতে পারে ওয়াল্ড-কাপ জেতার সেই হাসিটা । এমন বাস্তবতা সামনে রেখে বিশ্বকাপে নিজেদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচে আগ্রাসী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ম্যাশরা।আজ বাংলাদেশ সময় বেলা বিকেল সাড়ে তিনটায় বার্মিংহ্যামের এজবাস্টনে মাঠে গড়াবে ম্যাচটি।
সবশেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে দৃষ্টিকটুভাবে হারার কারণে কিছুটা অস্বস্তিতে থাকবে বিরাট কোহলির দলে। ইংল্যান্ডের কাছে হারলেও তাদের সেমি-ফাইনালে যাওয়া অবশ্য আটকাচ্ছে না। তবে কোনোরকম টেনশন এড়াতে পরের দুটো ম্যাচের অন্তত একটায় জিততে হবে। ইংল্যান্ড ম্যাচে চোখে পড়েছে ভারতের দুর্বলতাগুলো। ইংলিশ ব্যাটসম্যানদের আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতের স্পিনাররা। কোহলি আর রোহিত শর্মার মজবুত জুটি সত্ত্বেও ভারতের মিডল অর্ডারের ব্যাটিংয়ে জেতার ইচ্ছে কখনোই ধরা পড়েনি। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আশা করা যায় এই সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করবেন অধিনায়ক কোহলি।
দেখে আসা যাক ভারত এবং বাংলাদেশের ম্যাচ পরিসংখ্যান:
পরিসংখ্যানে ভারত ও বাংলাদেশ
মুখোমুখি: ৩৫ ম্যাচ
ভারত জয়ী: ২৯ ম্যাচে
বাংলাদেশ জয়ী: ৫ ম্যাচে
পরিত্যক্ত: ১ ম্যাচ
বিশ্বকাপে মুখোমুখি: ৩ ম্যাচ
ভারত জয়ী: ২ ম্যাচ
বাংলাদেশ জয়ী: ১ ম্যাচ
ভারত-বাংলাদেশ ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক: বিরাট কোহলি ৬৫৪, মুশফিকুর রহিম ৬০৪, গৌতম গম্ভীর ৫৯২
সর্বোচ্চ উইকেট শিকারি: মাশরাফী বিন মোর্ত্তজা ২৩, আব্দুর রাজ্জাক ১৮, সাকিব আল হাসান ১৮