বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোট গ্রহণ। এই ধাপে অনুষ্ঠিত হচ্ছে ৮ প্রদেশের ৫৯ টি আসনে ভোট।

সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ধাপে সবচে’ বেশি ১৩ টি করে আসনে ভোট হচ্ছে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে। এছাড়া ৮টি করে আসনের ভোট হচ্ছে বিহার ও মধ্যপ্রদেশে। শেষ ধাপে মোট ১০ কোটি ১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯১৮ জন প্রার্থী। ২৩ মে ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।