বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ করা থেকে গণমাধ্যমকে বিরত থাকতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে হাইকোর্টের বিচারাধীন মামলা নিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ অবস্থায়, এখন থেকে গণমাধ্যমকে, বিচারাধীন মামলা বিষয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।