সুনামগঞ্জ-১আসনের এমপি ইঞ্জজিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,বিজয়ের মাসে আরও একটি যুদ্ধ হবে অন্যায়কারীদের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হাওরাঞ্চল ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি হাওরাঞ্চলে মানুষের কষ্ট বুঝেন বলেই উন্নয়ন করেছেন আরে উন্নয়ন করবেন। আপনারা সব সময় পাশে থাকবেন। আগামী জানুয়ারী মাসে শত ভাগ বিদ্যুৎতায়ন হবে আশা করি।
এমপি রতন আরো বলেন, আপনারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দোয়া করবেন আর সকল ভিত্তিহীন সংবাদ ও অন্যায় কাজ থেকে দুরে থাকবে। সম্মেলন হয় কমিটি হয় না,টাকা দিয়ে কমিটি অনুমোদন চলবে না।
এই হাওরাঞ্চলের সাধারণ মানুষকে আমি জনগণকে ভালবাসী,আমাকেও ভালবাসে এই ভালবাসায় আমাকে ৩বার এমপি মনোনীত করেছেন। তার মূল্যায়ন করার জন্য আমি কাজ করছি বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা পূরণ করব ইনশাল্লাহ। বিজয়ের মাসে আমরা সকল ওয়াড, ইউনিয়ন ও উপজেলা পূনাঙ্গ কমিটি গঠন করব।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকালে সাচনা বাজার বট তলায় এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী,মোঃ দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার,জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।