বিজয় উল্লাস: মফিজুল ইসলাম, পিপিএম
বিজয় উল্লাসে হাসি মাগো
হাতে নিয়ে লাল-সবুজের পতাকা
মর্মাহত হই যখন দেখি
স্টেডিয়াম ভর্তি পাকিস্তানের পতাকা।।
ছোট্ট শিশুরা প্রশ্ন করে
বিজয়ী যদি হই
তবে কেন এই দেশের মানুষ
বঙ্গবন্ধুকে করলো হত্যা?
বিজয়ী যদি হই
তবে কেন জিয়াকে মারলো
তবে কেন গ্রেনেড হামলা
এটাই কি স্বাধীনতা??
বিজয়ী যদি হই
তবে কেন চাকুরী হয় না
থাকতেও আমার যোগ্যতা
বিজয়ী যদি হই
তবে কেন স্কুল কলেজে
নাই কোন নিরাপত্তা
এটাই কি স্বাধীনতা??
কি জবাব দেবো তাদের
নেই যে কোন ভাষা
শুধু এতটুকু বলি
এসো সচেতন হই, করি প্রতিজ্ঞা
নতুন করে সংগ্রাম করি
অর্থনৈতিক মুক্তির জন্য
কখনোই করবো না
লেখা পড়াকে অবজ্ঞা।।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম