ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পাস করে নাই। এবারে এসএসসি পরিক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশ করলেও সবাই অকৃতকার্য হয়েছেন । ওই বিদ্যালয়ে কর্মরত আছেন মোট ১৩ জন শিক্ষক। কর্মরত সব শিক্ষকই এমপিও ভুক্ত।
গতকাল রোববার এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।তিনি বলেন,বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে লিখবেন তিনি উর্ধতন কর্তৃপক্ষকে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম মিয়া বলেন, ‘১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। একজনও পাশ করেননি। রেগুলার ৯ জনের ৮ জনই অংকে ফেল। বাকী একজন ইসলাম ধর্মে। গণিতের শিক্ষক আমার এ সর্বনাশ করেছে। নিয়মিত উনি স্কুলে আসতেন না। আসলেও দিয়েছেন ক্লাস ফাঁকি ।
তিনি আরও বলেন,গত বছর পরীক্ষা দিয়েছিলো ১৬ জন। পাশ করেছে ১৩ জন। তার আগের বছর ২০২২ সালে ২১ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষার দিয়ে পাশ করেছে ১৭ জন। এ রকম ভরাডুবি কখনো হয়নি আমার স্কুলে। তবে স্কুলে মামলা থাকায় তিনিও বেশি সময় দিতে পারেননি বিদ্যালয়ে বলেও জানান তিনি।
স্থানীয় অভিভাবকরা জানান,এ বিদ্যালয়ে তেমন পড়াশুনা হয় না। শিক্ষকরা এসেই চলে যায়। শিক্ষার্থীও নেই তেমন। শুধুমাত্র এমপিওভুক্ত হওয়ার জন্য বিদ্যালয়টি চালু রাখা হয়েছে। বিগত সময়েও ওই বিদ্যালয়ে ফলাফল ভাল ছিল না।
এবিডি.কম/শিরিন আলম