পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালী উপজেলায় বুধবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ রেজাউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ওই ব্যক্তি উপজেলার চিরাপাড়া গুচ্ছগ্রামের রিকশাচালক মোঃ নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, বিকেলে তিনটার সময় ইসলামিয়া কমপ্লেক্স মাদ্রাসা চিরাপাড়ায় নির্মাণাধীন চারতলা ভবনের উপরে লোহার রড নামাতে গেলে রডের ভারসাম্য না রাখতে পাড়ায় রড গিয়ে পাশের বিদ্যুতিক তারের উপরে পড়লে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামিক কমপ্লেক্সে মাদ্রাসার পিয়ন আলমগীর জানান, বিকালে কমপ্লেক্স মাঠে ফুটবল খেলা ছিলো মাঠে পানি জমে থাকায় তা পাইপ দিয়ে বের না হওয়ায় রেজাউল ছাদে রড আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে ।
কাউখালী থানার ওসি বনি আমিন জানায়, থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।