গত কয়েকদিন ধরেই সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ।সরকারি ও বেসরকারি হিসাবের মতে গত মাস থেকে এ পর্যন্ত প্রায় ১৩ জনের অধিক মৃত্যুবরন করেন এ ভয়াবহ ব্যাধিতে।
নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালগুলোতে বিনা পয়সায় ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এক ভিডিও বার্তায় লন্ডন থেকে শেখ হাসিনা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আওয়ামীলীগসহ দেশের সব সরকারি-কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।সরকারি হাসপাতালগুলোতে রয়েছে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার ব্যাবস্থা পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষায় নির্ধারিত মূল্য ৫০০ টাকার বেশি না নিতে বলেছেন তিনি।
গত কয়েকদিন ধরেই সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ।সরকারি ও বেসরকারি হিসাবের মতে গত মাস থেকে এ পর্যন্ত প্রায় ১৩ জনের অধিক মৃত্যুবরন করেন এ ভয়াবহ ব্যাধিতে।